ফেরার কোনো গল্প নেই


কোনো এক দূর অমাবস্যার ঘুটঘুটে আন্ধারে
বা কোনো এক চৈত কিংবা বৈশাখ দুপুরের নির্জনে,
তোমার লগে আমার দেখা হয়ে যাইতে পারে
হয়তো তা একেবারে মুখোমুখি, নইলে মনে মনে।

তুমি কস্মিন কালেও এমন কিছু চিন্তা করো না, জানি
নিজেরে তাও আমি বুজাইয়া রাখতে পারি না;
আমি কোনোদিনও শিখি নাই, মনের রাহাজানি।
তাও তোমার মনটারে আমি, পাওয়ার ইচ্ছা ছাড়ি না।

তোমার ইচ্ছা কেমন, তা খালি আল্লায়ই জানে
তোমারে বোঝার ক্ষমতা, নাই মাইনষের ভিতরে;
কখন তুমি বেজার থাকো, কখন ওড়ো খুশির তুফানে
সত্য কইরা বলতেছি, আমার এসব বুঝতে ইচ্ছা করে।

কতো জনে কয়, দেরি করো, একদিন তারে পাইবাই,
আমার ডর লাগে, কোথাও যে ফেরার কোনো গল্প নাই।


এই কবিতাটা ছাপা হয়েছে আমার প্রথম বই 'ফেরার কোনো গল্প নেই-এর প্রথম পাতায়। বইটি রকমারিতে পাওয়া যায়। কিনতে চাইলে দেখুন এই লিংক- ফেরার কোনো গল্প নেই- সাইফ হাসনাতের বই।

Comments