যে সব দিনে তোমাকে হারিয়ে ফেলেছি... Generated by an AI agent. বহুদিন পর ব্লগের শুন্য পাতায় চোখ রেখে খেয়াল করলাম চোখ ভিজে উঠছে! কতো কতো দিন চলে গেলো, কিন্তু আমার সেই বিষাদী দিনগুলো থেকে গেলো আমারই বুকজুড়ে— যেনো বিষাদের সাথে আমার অফুরান সখ্য। এই এতো দিনে কতো কিছু পাল্টে গেলো। বিশ্বজুড়ে শরণার্থী আশ্রয়কেন্দ্রগুলো বড় হচ্ছে, ইউরোপের যুদ্ধের দামামা থেমে থেমে বেজেই চলছে, ফিলিস্তিনে এখনো কেবল রক্ত আর মৃত্যু; আর এখানে, আমার দেশেও পটপরিবর্তনের ঝড়ো হাওয়া। এই এতো দিনে কতো কিছু পাল্টে গেলো। আমার কণ্ঠ আগের মতো নেই। আমার শরীর আগের মতো নেই। আমার চুলে পাক ধরেছে। বয়সের তুলনায় বেশ ভালোই বুড়িয়ে গেছি! যারা বলে বয়স শুধুই নাম্বার, তারা নিজেরাও কি তা বিশ্বাস করে! নাহ! এতো এতো বদলের হাওয়ায় ব্যক্তিগত পরিবর্তনের কথা বলতে গেলে হাসি পায়। তারপরও সত্য হলো এটাই যে, ব্যক্তিগত পরিবর্তনের ঝড়ই আমাকে এখানে নিয়ে আসে, আমি খুলে বসি আমার এই একাকীত্বের ব্লগের ফাকা পাতা। ০২ তুমি হঠাৎ বলে দিলে আমাদের আর হচ্ছে না। কী হচ্ছে না— দুর্বোধ্য তোমাকে না বুঝতে পারা আমি এটাও বুঝতে পারছি না। আমাদের তো
- Get link
- Other Apps