মহাপ্রলয়



সামান্য জ্বর জ্বর লাগতে থাকলে

সাথে তীব্র মাথাব্যথা নিয়ে

যখন ঘুমিয়ে পড়ার আপ্রাণ চেষ্টা করি, 

তখন সামান্য ঘুমও চলে আসে…


এই ঘুমের শুরু হয় এক মহাপ্রলয়

সেই প্রলয়ে আমি দেখি পাহাড় তুলোর মতো ওড়ে

সেই প্রলয়ে আমি দেখি সাগর এক বিকট জন্তুর মতো চিৎকার করে…


জ্বরে ঘোরে আমি যে প্রলয় দেখি

সেখানে আমি এই পাহাড় থেকে ওই পাহাড়

এই সাগর থেকে ওই সাগর— 

এভাবে ছিটকে ছিটকে যেতে থাকি, আর…


আর দেখি যে তুমি আমার দৃষ্টিসীমা থেকে দূরে সরে যাচ্ছো,

আর দেখি যে উল্কার বেগে তুমি দূরে সরো যাচ্ছো…


জ্বরের ঘোরে আমি এই পাহাড় থেকে ওই পাহাড়

এই সাগর থেকে ওই সাগর এভাবে ছিটকে যেতে থাকি

আর দেখি যে তুমি আমার দৃষ্টিসীমা থেকে দূরে সরে যাচ্ছো…


আমি আপ্রাণ চেষ্টা করে তোমার কাছে যেতে চাই,

কিন্তু পাই কেবল তোমার ওড়নার সামান্য ছোঁয়া,

আমি আপ্রাণ চেষ্টা করে তোমার জামা ধরতে চাই

কিন্তু পাই কেবল সামান্য স্পর্শ…

আমি পাই কেবল তোমার আঙুলের সামান্য স্পর্শ… 


এইভাবে মহাপ্রলয় চলতে থাকে, 

আমি ছিটকে ছিটকে কোত্থেকে কোথায় চলে যাই জানি না…

আমি শুধু জানি যে তুমি আমার সব রকম সীমা থেকে চলে যাচ্ছো,

আমি শুধু দেখি যে তুমি অনেক অনেক দূরে চলে যাচ্ছো…


আর আমার জ্বর বাড়তে থাকে, আর মহাপ্রলয়ের প্রলয়নাচন চলতে থাকে….

Comments