তুমি ভালোবাসা

পল্লিবদ্যুত, সাভার

প্রতিটি মানব
অতি সযতনে হৃদয়-সংগোপনে
লালন করে তোমাকে।

সুখগুলোকে
দেয় বিলিয়ে
দুঃখের সাগরে জীবন যায় বয়ে,
না বলাই ভালো,
যা দাও তুমি বিনিয়মে।

কেউ বা ঘৃণাও করে তোমাকে,
যতটুকু সম্ভব ঘৃণা করা,
তারা তোমাকে মনে করে
অজগর এক ফণা ধরা।

দেখেছি তোমাকে পেয়ে মর্ত্যকে
স্বর্গ ভেবে দুঃখ ভুলতে,
আবার দেখেছি,
তোমাকে অন্যভাবে পেয়ে
ছিড়েছুড়ে ডাস্টবিনে ফেলতে।

তুমি হলে--
ভীষণ সুন্দর আর ভয়ঙ্কর কুশ্রী...

Comments