শ্রাবণের মেঘগলা বর্ষণ
আমার চোখে,
জমানো কথার ভারী পাথরে
ভীষণ তোলপাড় বুকে।
আকাঙ্খার ধন পেতে,
দ্বারে দ্বারে
ঘুরে ঘুরে
শ্রান্ত আমি এখন।
শূণ্য জীবন ভরে গেছে
দুঃখে দুঃখে।
বুঝতে পেরেছি,
অনেক সাধনার পরে পাওয়া
তোমার সংশ্রবে এসে-
তুমিও রবীন্দ্রনাথের
'নববঙ্গদম্পত্যির প্রেমালাপে'র
কণের মতো,
না জেনে
না বুঝে
হৃদয় করেছ ক্ষত-বিক্ষত।
কখনই কি তুমি বুঝবেনা!
তুমি কেবলই মরীচিকা!
জীবনের ধোকা!
আমাকে দাঁড় করিয়ে রেখে
সময় গেছে থমকে,
হয়তো সময় উল্টো পায়
চলতে শুরু করবে কাল থেকে...
আমাকে দাঁড় করিয়েরেখে...
Comments
Post a Comment