না পারা লোক

সব সময়ই একটা গোপন কথা

বলার ছিলো আমার,

সব সময়ই দেখানোর ছিলো

একটা দুঃখের পারাবার।

কিন্তু কখনোই সময় হয়নি

তোমাদের, আমাকে দেবার।


আমিই পেরিয়ে যাব

জীবন পথের অসংখ্য-

চড়াই-উৎড়াই,

বাঁধা-বিপত্তি,

দূর্যোগ-দূর্বিপাক।

তোমরা সবাই সুখে থাকো,

তোমাদের দুঃখ সব মুছে যাক।


বিরহের লেলিহান শিখা হয়না,

দাবানলের মতো,

বিরহ তবু পুড়ে হৃদয় মন

অবিরত।


কৃত্রিম হৃদ্যতায় আমার

সীমাহীন ঘৃণা,

অন্য সবার মতো তাই

আমি অনেক কিছুই পারিনা।

এই-ই যদি আমার অক্ষমতা হয়,

হোক!

আমি অনেক কিছুই না পারা

এক লোক...


Comments