কর্ম ক্লান্ত দিবস শেষে,
সূর্যটাকে গিলেছে রাত্রি এসে।
আকাশে আজ জমেনি তারার মেলা,
কেবলই শুভ্র-ধূসর মেঘের খেলা।
প্রিয় চাদটাও কেমন!
লুকিয়ে আছে আড়ালে।
এই-ই কেবল যাচ্ছে দেখা চোখ মেলে।
কথা ছিলো-
তোমায় নিয়ে ডুব দিব
এক চঞ্চল রাতের আধাঁরে,
সেই রাতই এখন বেহুঁশ ঘুমের ঘোরে।
তুমি তো আরো অনেক দূরে।
কাজহীন রাত দীর্ঘ খুব,
কাজহীন মানুষ আমি অন্ধকারে
দেই ডুব...
Comments
Post a Comment