১৭ নভেম্বর ২০১২, রাত সাড়ে নয়টা।
সকালের ঘুম চোখেই লেগে থাকে রোজ।
চোখে লেগে থাকা
ঘুম নিয়েই শহরময় ঘুরে বেড়াই।
অসভ্য জানালার দল
চোখ ভাঙ্গা ঘুমে ডুব দেয়।
আর নিজেদের ভিতরে ধারণ করে
পৃথিবীর তাবত সুন্দরের প্রতিনিধিদের।
সুন্দরের চোখ ঝলসানো আলোতে
ঘুম পালিয়ে যায়। কতো দূরে যে
যায়; তা জানা থাকেনা আমার।
ঘুম পালানো সকালে
শহরের পিচ-পথেরা আমাকে হাত ধরে
নিয়ে আসে মহা সড়কের ফুটপাথে।
উঁচু দালানের জানালারা
তখন দিব্যি দৌড়ে বেড়ায়
বিআরটিসির লালে মিশে।
সুন্দরের প্রতিনিধিরা এখানেও,
অসভ্য বানিয়ে রাখে তাদের।
অসভ্য জানালার দলে চোখ হারিয়ে থাকে,
খোঁজ করে নতুন কোনো সভ্যতার...
সকালের ঘুম চোখেই লেগে থাকে রোজ।
চোখে লেগে থাকা
ঘুম নিয়েই শহরময় ঘুরে বেড়াই।
অসভ্য জানালার দল
চোখ ভাঙ্গা ঘুমে ডুব দেয়।
আর নিজেদের ভিতরে ধারণ করে
পৃথিবীর তাবত সুন্দরের প্রতিনিধিদের।
সুন্দরের চোখ ঝলসানো আলোতে
ঘুম পালিয়ে যায়। কতো দূরে যে
যায়; তা জানা থাকেনা আমার।
ঘুম পালানো সকালে
শহরের পিচ-পথেরা আমাকে হাত ধরে
নিয়ে আসে মহা সড়কের ফুটপাথে।
উঁচু দালানের জানালারা
তখন দিব্যি দৌড়ে বেড়ায়
বিআরটিসির লালে মিশে।
সুন্দরের প্রতিনিধিরা এখানেও,
অসভ্য বানিয়ে রাখে তাদের।
অসভ্য জানালার দলে চোখ হারিয়ে থাকে,
খোঁজ করে নতুন কোনো সভ্যতার...
কবিতাটা পড়লাম। ভালো লাগলো। :)
ReplyDeleteধন্যবাদ রইলো।
ReplyDelete