১৬ নভেম্বর, ২০১২, সকাল সাড়ে সাত।
সময়ের ফাঁদে পড়ে গেছি ভালো করেই।
তুমি উড়িয়ে দিয়ে চলে গেছো,
কেটে দিয়েছো সূতো,
সূতোকাটা ঘুড়ি তাই হয়েই গেছি।
এদিক ওদিক উড়োউড়ি চলছিলো বেশ,
না খেয়ে দিন যাচ্ছিলো,
না শুয়ে যাচ্ছিলো রাত।
নতুন রকম নিজেকে আবিস্কার
করেই ফেলেছিলাম...
বাঁধ সাধলো সময়!
যতো কেটে যাচ্ছে তার চেয়ে বেশী
কেটে দিচ্ছে;
ভুলিয়েই দিচ্ছে তোমার স্মৃতি!
আমার তাই এখন মনে পড়েনা
কিছুই। না সিএনজিতে বসে বৃষ্টি দেখা,
না আমার হাত তোমার কোলে তুলে নেয়া।
সময়ে ফাঁদে ভালোই কাটছে আমার।
দিনমান ব্যুদ থাকছি শব্দের খোঁজে।
নিদারুণ অবহেলায় ফেলে রাখছি
তোমাকে মনে পড়ে যাওয়ার ভয়কে।
বড় হয়ে উঠছি দিন দিন।
আর
সময়ে ফাঁদে বেড়ে চলছে আমার ঋণ...
সময়ের ফাঁদে পড়ে গেছি ভালো করেই।
তুমি উড়িয়ে দিয়ে চলে গেছো,
কেটে দিয়েছো সূতো,
সূতোকাটা ঘুড়ি তাই হয়েই গেছি।
এদিক ওদিক উড়োউড়ি চলছিলো বেশ,
না খেয়ে দিন যাচ্ছিলো,
না শুয়ে যাচ্ছিলো রাত।
নতুন রকম নিজেকে আবিস্কার
করেই ফেলেছিলাম...
বাঁধ সাধলো সময়!
যতো কেটে যাচ্ছে তার চেয়ে বেশী
কেটে দিচ্ছে;
ভুলিয়েই দিচ্ছে তোমার স্মৃতি!
আমার তাই এখন মনে পড়েনা
কিছুই। না সিএনজিতে বসে বৃষ্টি দেখা,
না আমার হাত তোমার কোলে তুলে নেয়া।
সময়ে ফাঁদে ভালোই কাটছে আমার।
দিনমান ব্যুদ থাকছি শব্দের খোঁজে।
নিদারুণ অবহেলায় ফেলে রাখছি
তোমাকে মনে পড়ে যাওয়ার ভয়কে।
বড় হয়ে উঠছি দিন দিন।
আর
সময়ে ফাঁদে বেড়ে চলছে আমার ঋণ...
Comments
Post a Comment