আমার কন্ঠ কি চিনো তুমি?

৬ নভেম্বর, সকাল ৮.৪০

পিঠে আর ঘাড়ে টনটনে ব্যথা নিয়ে ঘুম ভাঙে আমার।
আমার পিঠ আর ঘাড় কি চেনো তুমি?

কয়েক হাজার বছর আগে
তোমাকে পাওয়ার তীব্র আনন্দে আমি রাত জেগে থাকতাম।
তোমাকে নিয়ে কতো কতো স্বপ্ন আঁকতাম।
ঠিক কী করলে তুমি খুশি হবে।
কী বললে তুমি হেসে উঠবে।
ভেবে ভেবে মরতাম।
ভেবে ভেবে এখনো মরি আমি। আমার রাত চলে যায়
একটার পর একটা। সবগুলোই নির্ঘুম খসখসে থাকে।
আমার দিন চলে যায় একটার পর একটা।
তোমার কোনো খোজ থাকেনা। দিনগুলো
কোথায় গিয়ে যেনো নিখোজ হয়ে যায়।

তোমাকে বলার অনেক কথা রয়ে গেছে।
কোনোদিন বলা হবেনা আর আমি জানি।
তুমি কি কোনোদিন আমার কথা শুনেছো?
আমার কন্ঠ চিনো কি তুমি?

Comments