অস্বীকার

৩ ডিসেম্বর ২০১২, সোমবার,
সকাল ৯.৩০ মিনিট।


আজ না হোক। আগামীকাল তুমি মুছে যাবে।
কিংবা পরশু। অথবা বহু বহু দিন পর। তুমি মুছে গেলে
আরেকটা তুমি থাকবেনা। কারণ- তুমি সূর্য নও। তুমি
ধ্রুবতারা নও। তুমি মাতাল করা বৃষ্টির ফোটাও নও।


তুমি শুধু একজন মানুষ। তুমি দু:স্বপ্নের খুপড়ি।
তুমি স্বপ্ন মরিচীকার বেলুন। রঙহীন। বিবর্ন।
আমি কোনোদিন তোমার মুখোমুখি হইনি।
তোমার শ্বাসের ঘ্রাণ আমার চেনা নয়।
আমার শ্বাসেও তোমার অস্তিত্ব নেই।
আছে কেবল পোড়া নিকোটিনের ঝাঝ।
তোমার সাথে থাকা আমার সব রকম
স্মৃতির ঘোর আমি অস্বীকার করি।
তুমি আমার কেউ না। তুমি আমার কিচ্ছুনা। আর...

আর পৃথিবীর নির্জনতম জায়গায় একা দাড়িয়ে
শরীরের সবটুকু শক্তি দিয়ে আমি
গলা ফাটানো চিতকার করে বলতে চাই-
আমি তোমাকে ঘৃণা করি...

Comments