তোমাকেই ভালোবাসি


২২ ডিসেম্বর ২০১২
শনিবার, সকাল সাড়ে ১১টা।

তোমার খোজ রাখি রাশিফল পড়ে!
তোমার ছোয়া নেই সাদাকালো পলোতে।
তোমার গন্ধ শুকি ফেলে যাওয়া উড়নায়।
তোমার শ্বাসের শব্দ শুনি-
বোকা সেলফোনের মাইকে!
আমার চেয়ারের কোলে বসেছিলে
এক কালে। আমার টেবিলে রেখেছিলে
হাতের ছাপ। চেয়ার টেবিলে আজ
তোমাকে খুজি। এই ই তো ভালোবাসা!
কেউ নখ কাটতে পারতো না;
তা দেখে তোমার  কী হাসি!
আমিও নখ কাটতে পারিনা-
আকাবাকা কী হয়ে যায়। তা তো তুমি
জানোই না! তবুও আমার আক্ষেপ নেই।
আমি তো কারো মতো
শীতের এমন দিনে হাতের পাতায় হাত
ঘসে তোমার পা গরম করে দিতে পারিনি;
আক্ষেপটা বরং এ জন্যই হয়
ভালোবাসি ভালোবাসি বলাটা তোমার
খুব একটা পছন্দ হতোনা।
আমার সাথে থেকে থেকে শিখে নিয়েছিলে
তবু। আজ আমিও তোমার মতো
হয়ে গেছি। কোনোদিন হয়তো আর
বলতে পারবোনা- ভালোবাসি।
কথাটা শুধু তোমার জন্য। আজ
বড় অসময়ে তোমায় বলতে ইচ্ছে করছে।
তবে খুব গোপনে- সংগোপনে!
আমি তোমাকেই ভালোবাসি...

Comments

  1. লেখাটা সত্যই মর্মস্পর্শী।

    ReplyDelete
    Replies
    1. ধন্যবাদ, মন দিয়ে পড়ার জন্য...

      Delete

Post a Comment