বিষন্ন বিকেল

২৩ ডিসেম্বর ২০১২
রবিবার, বিকেল ৫টা।


মরা রোদ কোলে নিয়ে
বিকেল হনহনিয়ে চলে যায়।
শুকনো স্বপ্নেরা খচখচ করে
ভেঙে পড়ে সব। বিষন্ন বিকেল
হারিয়ে যায় আরো একবার।

নোনা সন্ধ্যা তোর গন্ধ বিলিয়ে দেয়
নাকের ফাকে। আগন্তুক কাক
ঝাক ফেলে একা উড়ে যায়। আমার
মতো শূণ্য বিষন্নতা কি কাকেও ভর করে?
শহরের বাতাসে পাখি খুব কম।
উড়তে দেখার জন্য কাকই ভরসা
এখানে। ভাঙা ব্যাডমিন্টন হাতে আমি
বিকেলের পায়ের ছাপে তাকিয়ে থাকি।
তারপর চোখ বন্ধ করে সন্ধ্যার
নোনতায় তোর গন্ধ শুকি।
কতো দূরে তুই থাকিস?
চলে যাওয়া বিকেলেরা তোর কাছে,
তোর দেশে যায়?
গেলে আমার খোজ নিস! রোজ তোর
কাছে আমি দীর্ঘশ্বাস পাঠাই কিন্তু...

Comments