অকালের সকাল

২৬ ডিসেম্বর ২০১২
বুধবার, সকাল ৯ টা।

এই অকালেও সকাল হয়,
দু:খরা আরো তীক্ষ্ম হতে থাকে;
দু:খ ছুড়ির আঘাতে আঘাতে প্রতিনিয়ত
খুন হয় স্বপ্নের ভ্রুণ...
শীতার্ত রাতে কেউ পাশে ছিলোনা।

শুকনো গলা ভিজিয়েছি কোয়াশার
ভাবনায়। বদ্ধ কোটরে শীত-দগ্ধ হয়ে
মরে চলেছে প্রেম। এই জীবনের ফ্রেমে
বেমানান লাগতো কি?
না না বলে উত্তর দিয়ে কী লাভ?
মুখের কথার চেয়ে করে ফেলা
কাজটাই বড়। সুখের নেশা
কারো কম নয়। মিষ্টি কথার
খই ফোটা মুখ, কই হারিয়ে গেছে
খোজ নেই। রোজ রোজ তাই
কান ব্যাথা থাকে শহুরে কংক্রিট শব্দে।
মনের উঠোনে রোদ পড়বেনা
কোনো কালে। ঘুমোনো শীত
বোধহীন থাকবে অনন্তকাল।
অপেক্ষা-প্রতীক্ষায় আর শূণ্যতা
অনুভবে কেউ মরলো কি না;
অজানা থাকবে। এই শীতার্ত অকাল দিনে
সকাল আর ভালো লাগেনা...

Comments