মজে যেয়ো

৩১ ডিসেম্বর ২০১২
সোমবার, সকাল সাড়ে নয়টা।

শেষ বছরের শেষ পূর্ণরাতটা গেলো।
শেষ দিনটা এখন যাচ্ছে। সূর্য ডোবার সাথে সাথেই
শেষ দিনটাও শেষ হয়ে যাবে।
এতো এতো শেষের সাথে
তাল মেলাতে হয়নি আমাদের।
তার আগেই আমরা শেষ হয়ে গেছি।
আরো বহু বছর এসে রাঙিয়ে যাবে
ক্যালেন্ডার। আরো বহু বছর এসে পুড়িয়ে
যাবে মনঘর। তবু আক্ষেপ ফুরোবে না।
তুমি আর আমি মিলে যে,
"আমরা" হতে পারলামনা!
এখন আমার ইচ্ছে করতে ভয় করে।
এখন আমার সারারাত নির্ঘুম যায়।
যেমন যেতো, তুমি থাকতে।
ভালোবাসা এমনই- যখন থাকে ঘুমোতে দেয়না।
যখন চলে যায়, ঘুম নিয়ে যায়...
ভালোবাসর কাঙালদের আর
ঘুমোনো হয়না। নির্ঘুম একটা জীবন
কল্পণা করে দেখো তো!
নাহ, তুমি তা পারবেনা। পিঠ ঘুরিয়ে
ঘুমিয়ে গেছো সব রাত। নি:শ্বাসের
শব্দ শুনেই জেগে থেকেছি সে সবে।
আমার যন্ত্রণা তোমার না হোক-
আসছে বছরে নতুন করে ভালোবাসায়
মজে যেয়ো...

Comments