একদিন

১১ জানুয়ারী ২০১৩
শুক্রবার, বিকেল চারটা।


মহাকালের স্রোতে তোকে
ভাসিয়ে দিয়েছি।
বহুবার ভাসতে চেয়েছিলি বলে।
ভেসে গেছি আমিও। তোর বিপরীত দিকে।
দিনে দিনে নিজেদের কাছে

আমরা হয়ে উঠেছি আগন্তুক।
অগনন রাত যাবে, দিনের মতোই।
সব হয়ে যাবে নিতান্তই ফিকে।
আমাকে ঝেড়ে ফেলেছিস
চুল ধোয়া পানির মতো। আমাকে
ধুয়ে দিয়েছিস তোর সোনা আঙুলে
লেগে থাকা ময়লার মতো।
আমাকে ছুড়ে দিয়েছিস
খেয়ে নেয়া লেইসের প্যাকেটের মতো।
সময়ের স্রোত
তোর শরীর থেকে খসিয়ে দিবে
আমার গন্ধ। অন্ধকার গলিতে
পচে মরবে তোর শ্বাসের
ঘ্রানে পাগল হওয়া ভালোবাসা...
একদিন এলোমেলো লাগবে সব...

Comments