হাসবো প্রাণ খুলে

১৭ জানুয়ারী ২০১৩
বৃহস্পতিবার, সন্ধ্যা পৌনে ছয়টা


আবার এক জোসনা রাতে আমরা
আমরা প্রাণ খুলে হাসবো। চাদ থাকবে
আমাদের হাত ছোয়া দূরত্বে। নরম জোসনা
অনায়েসে আমাদের গায়ে টুপটাপ ঝড়ে

পড়বে। তারপর তিরতির করে ঘুরে বেড়াবে
সারাটা শরীর। আমাদের স্বপ্নের প্রিয়সীরা
সৌন্দর্যের সবগুলো ভাজ খুলে দিবে
সে রাতে। আমরা তাদের নি:শ্বাসের ঘ্রাণ
চেটেপুটে খাবো বাতাসে বিলীন হওয়ার আগেই।
অযাচিত দু:খদের উড়িয়ে দিবো
মহাশূণ্যের দূরতম গ্রহে। সেখানে তারা
আবাস গড়বে ভয়ানক নি:সঙ্গতার সাথে।
আমরা তখন হাসবো প্রাণ খুলে।
যতোটুকু খোলা সম্ভব...
হয়তো বা আমাদের কারো প্রিয়সী
থাকবেনা। যা থাকবে তা কেবল প্রিয়সী ভেবে
নেয়া কোনো মরিচীকার ঝকমকে স্মৃতি।
তবু আমরা এতোটুকুন কাদবোনা। মন খারাপের
ছবি একে রাখবোনা চেহারায়। সে রাতে
আমরা হেসে মরবো শুধু। প্রাণ খুলে...

Comments