অহেতুক

৭ জানুয়ারী ২০১৩
সোমবার, বিকেল সাড়ে তিনটা।


অহেতুক সুখ
সকাল বিকেল পাগল করে যায়।
কাপন উঠে যায় শিরায় শিরায়।
হাতের নাগাল খাটো হয়ে গেছে অনেক আগেই।
ভাবনার আচলে তাই

ঝুলিয়ে রাখি ভুলতে বসা স্মৃতির
দিন। আর স্মৃতির রাত।
সাত পাচ ভেবে ভেবে কবে তোমাকে
দূরে রাখতে পেরেছি?
হয়না।
তোমাকে দূরে রাখার চেষ্টা করে লাভ
হয়না কোনো। রক্তে মিশে গেছো
কবেই তো।
তবুও অহেতুক চেষ্টা করে যাই।
স্মৃতির দল কিছু অস্বচ্ছ আর অহেতুক
সুখও দিয়ে যায়...

Comments