২১ ফেব্রুয়ারী, ২০১৩
বৃহস্পতিবার।
আজকের সন্ধ্যাটা আবার ফিরবেনা
কোনোদিন। গতকাল যেমন ফিরেনি আজ।
এভাবে একটা একটা দিন হারিয়ে যায়
অনন্ত অন্ধকারে। অনন্ত অন্ধকারে।
তোমাকে হাতের তালুতে পুড়ে নিই।
তোমাকে আমার টেবিলে শো-পিস করে রাখি।
কিন্তু তোমার তাতে কোনোই আগ্রহ নেই বলে
আমি চুপ থাকি। তোমার ভ্যানিটি ছুয়ে তোমাকে
বোকার মতো ডেকে বসি। আগে পরে তখন
সব শুণ্য আমার। ভাবিনি তোমাকে ডাকলে
কী হবে। আবার না ডেকে স্থীর দাড়িয়েও থাকতে
পারিনি। অথর্ব অন্ধকারে তোমাকে চলে যেতে
দেখতে পারিনি। তার আগেই আমি পিঠ ঘুরিয়ে
চলে এসেছি। দিনে দিনে কাপুরুষ হয়ে উঠেছি আরো।
এই মনমরা সন্ধ্যায় গতকাল ফিরে আসতে
চায়, নতুনতর বিস্ময় নিয়ে...
Comments
Post a Comment