অপেক্ষা

২২ ফেব্রুয়ারী, ২০১৩
শুক্রবার।

সারারাত ঘোরে ডুবে থাকি।
বড্ড পিপাসা লাগে আমার। গলা শুকিয়ে
খটখটে কাঠ হয়ে যায়। তুমি আগের মতোই
লেগে থাকো চোখের পাতায়।
তোমাকে দেখার জন্য
এখন আর আমার চোখ খুলতে হয়না।
তুমি লেগে থাকো চোখের পাতায়।
তুমি ছাড়া আমার কোনো জীবন আসলে নেই;
বেচে থাকাই সব সময় জীবন নয়।
বেচে থাকাটার জীবন হয়ে উঠতে
তোমাকে প্রয়োজন।
আমার পাশের বালিশটাতে তুমি ছিলে
হাতে গোনা দিনে। তারপর বালিশটা শুণ্য।
আধো আলো আধারে সে বালিশে
তোমাকে খুজি আমি। খুজি তোমার
চুল। আর সে চুলের ঘ্রাণ।
এই পৃথিবীতে সবই সম্ভব। সম্ভব তোমার
ফিরে আসাও। জানিনা; আমার মনের
খুব খুব গভীরে তোমার জন্য অপেক্ষা আছে কিনা...

Comments