শূণ্যতা

২৬ মার্চ, ২০১৩
মঙ্গলবার, কল্যাণপুর

আমি জানি,
এই জীবনের আর কোনো সকালে তুমি
শিশুমেলার সামনে আমার জন্য অপেক্ষায়
দাঁড়াবেনা। আমিও নিশ্চিত তোমার সঙ্গ
পাওয়ার তীব্র বাসনা নিয়ে ছুটে যাবোনা।
আমাদের দিনগুলো আর আগের মতো নেই;
বদলে গেছে মন জগতের তাবত
ভাবনাগুলোকে মিথ্যা প্রমাণ করে।



তবুও চৈত্রের সকালে আমি নিরুদ্দেশ
হাঁটা দেই, শিশুমেলার সামনে।
ঠায় দাঁড়িয়ে থাকি অনেকক্ষণ। কেনো?
সে প্রশ্ন নিজেকে করিনা। লাভ কী?

কতোদূরে কোথায় তুমি থাকো,
তার কিছুই আমি জানিনা। শুধু তোমার স্মৃতি
হয়ে দিনরাত তোমাকে অনুভব করে যাই;
অনন্ত শূণ্যতায়-ও তোমাকে
পেয়ে যায় দীর্ঘশ্বাসের অদৃশ্য অস্তিত্বে...

Comments