২৭ মার্চ, ২০১৩
বুধবার, ভোর ৫ টা
কল্যাণপুর।
মধ্যরাতে ঘুম ভেঙে গেলে আমি
অসহায় বসে থাকি। জোর করে
ঘুমানো যায়না কেনো? জানলার
বাইরের অন্ধকারকে বুকে টেনে
এনে আদর করতে ইচ্ছে করে।
কতগুলো দিন চলে গেলো, রাত
চলে গেলো। না বলে কতো স্বপ্ন
দু:স্বপ্নের গাঢ় বিভীষিকায় ডুব দিলো।
বুধবার, ভোর ৫ টা
কল্যাণপুর।
মধ্যরাতে ঘুম ভেঙে গেলে আমি
অসহায় বসে থাকি। জোর করে
ঘুমানো যায়না কেনো? জানলার
বাইরের অন্ধকারকে বুকে টেনে
এনে আদর করতে ইচ্ছে করে।
কতগুলো দিন চলে গেলো, রাত
চলে গেলো। না বলে কতো স্বপ্ন
দু:স্বপ্নের গাঢ় বিভীষিকায় ডুব দিলো।
শূণ্য বিছানায় আমার ঘুমের ঠোট
কিছু খুজে পায়না। তোমার ঠোটে
ঝড় তোলে অন্য কেউ; এ আমার
জীবনের পরাজয়। মৃত্যুর পর
আমার আর জন্মের স্বাধ নেই।
মহা মহিম স্রষ্টার কাছে কেবল
মহা মহিম স্রষ্টার কাছে কেবল
আকুল ফরিয়াদ জানাবো, আমার
যাতে কিছু মনে না থাকে; আমি
একবার সব ভুলে যেতে চাই।
তারপর আমাকে যেনো অস্তিত্বহীন
করে দেয়া হয়; সম্পূর্ণভাবে।
Comments
Post a Comment