ভুলে যাই

৮ মার্চ, ২০১৩
শুক্রবার, কল্যাণপুর


সারাদিন হৈ হৈ করে
ঘুরে বেড়িয়েছি আর ভয়ে থেকেছি
কখন যেনো সব থেমে যায়! তারপর
ভয় সত্যি হয়ে যখন সব থেমে গেছে,
যখন ক্ষণিকের প্রিয়সীরা আগের মতোই
অচেনা হয়ে গেছে;

তখন স্থীর আমি দেখে গেছি হাট ভাঙার স্রোত।
সয়ে গেছি বেলা ফুরোবার যাতনা।
এমনই তো হয়!
বেলা শেষে কেউ আর কারো থাকেনা।
নিজেরা কেবল হয়ে থাকি ফেলা আসা
স্মৃতিদের প্রতিনিধি।

ব্যস্ত শহরের সন্ধ্যেরা ব্যস্ত হয় আরো।
বেলা শেষের মহাব্যস্ত সন্ধ্যায়
তোমার স্মৃতি কড়া নেড়ে যায়
অনুভূতির গভীরতায়। তুমি নেই;
তুমি থাকোনা আর, আমি প্রতিদিন ভুলে যাই...

Comments