১ এপ্রিল ২০১৩
সোমবার, দুপুর পৌনে বারোটা।
মহাখালি, ডিওএইচএস।
আমার গল্পগুলো পুরোই অন্য রকম।
কারো সাথে মিলবেনা কোনোদিন।
এখনো তোমার ভাবনায় আমার রাত যায়,
তোমাকে কাছে পাওয়ার অনুভূতিরা
আমার কাছে এখনো জীবন্ত সজিব।
সোমবার, দুপুর পৌনে বারোটা।
মহাখালি, ডিওএইচএস।
আমার গল্পগুলো পুরোই অন্য রকম।
কারো সাথে মিলবেনা কোনোদিন।
এখনো তোমার ভাবনায় আমার রাত যায়,
তোমাকে কাছে পাওয়ার অনুভূতিরা
আমার কাছে এখনো জীবন্ত সজিব।
এই গল্প আমি কাউকে বলিনা ভয়ে,
আমার কথায় কেউ হেসে উঠুক; তা আমি
চাইনা। তোমার কাছে চূড়ান্ত অপমানিত
হওয়ার পরে আমার অপমানবোধ বেড়ে
গেছো অনেক।
তোমার কাছে আমি ছোট ছিলাম শুধু,
মাত্রই কৈশর পার করা ছেলে।
তোমার এবং
তোমাদের মনোজাগতিক ভাবনারা
বড় অন্য রকম। সে গল্প কাউকে বলা
যায়না। নিজেরই তাতে ক্ষত বাড়ে কেবল।
তোমাকে একদিন
বলে দিবো। ক্ষত বয়ে বেড়ানোর
না বলা গল্পের কথা।
তোমাদের মনোজাগতিক ভাবনারা
বড় অন্য রকম। সে গল্প কাউকে বলা
যায়না। নিজেরই তাতে ক্ষত বাড়ে কেবল।
তোমাকে একদিন
বলে দিবো। ক্ষত বয়ে বেড়ানোর
না বলা গল্পের কথা।
Comments
Post a Comment