২৭ এপ্রিল ২০১৩
শনিবার, ডিওএইচএস।
আমার শুধু মনে পড়ে যায়
ফেলে আসা দিনগুলোর কথা।
যে দিনগুলোর ভাগে ভাগে তুমি
আমি জড়িয়ে ছিলাম হাজার মাইলের
দূরত্বকে বুড়ো আঙুল দেখিয়ে।
তখন তো ভুলেও ভাবতে চেষ্টা
করিনি বুড়ো আঙুলটা আসলে
কে কাকে দেখায়!
ভালোবাসতে শিখিনি আমি।
তবুও আমার মন পড়ে থাকে
তোমার কাছে। তোমার পায়ের পাতায়।
তোমার শ্বাসের ঘ্রাণে।
আমার কাছে নতুন কিছুর জন্ম হয়না;
তোমার ভাবনায় হারিয়ে গেছে
আমার নতুন কিছুর জন্ম দেয়ার
ক্ষমতা। আমার সব কিছুতে
একঘেয়েমি। আমার সব কিছু
তুমি কেন্দ্রীক, তুমি চলে যাওয়ার
এতোদিন পরও।
শনিবার, ডিওএইচএস।
আমার শুধু মনে পড়ে যায়
ফেলে আসা দিনগুলোর কথা।
যে দিনগুলোর ভাগে ভাগে তুমি
আমি জড়িয়ে ছিলাম হাজার মাইলের
দূরত্বকে বুড়ো আঙুল দেখিয়ে।
তখন তো ভুলেও ভাবতে চেষ্টা
করিনি বুড়ো আঙুলটা আসলে
কে কাকে দেখায়!
ভালোবাসতে শিখিনি আমি।
তবুও আমার মন পড়ে থাকে
তোমার কাছে। তোমার পায়ের পাতায়।
তোমার শ্বাসের ঘ্রাণে।
আমার কাছে নতুন কিছুর জন্ম হয়না;
তোমার ভাবনায় হারিয়ে গেছে
আমার নতুন কিছুর জন্ম দেয়ার
ক্ষমতা। আমার সব কিছুতে
একঘেয়েমি। আমার সব কিছু
তুমি কেন্দ্রীক, তুমি চলে যাওয়ার
এতোদিন পরও।
Comments
Post a Comment