২৯ এপ্রিল ২০১৩
সোমবার, ডিওএইচএস
যন্ত্রণারা ক্রমশই বড় হতে থাকে।
হাতের তালুতে। তারপর শরীরময়
ছড়িয়ে পড়ে সীমাহীন জ্বালা নিয়ে।
আমি নিরীহ প্রেমিক মানুষ,
আমার ইশারায় মেঘ হয়না। আমার
ইংগিতে বৃষ্টিও ফিরে আসেনা। শরীরের
জ্বালা কমেনা তাই। কমতে পারেনা।
রানা প্লাজার লাশের গন্ধ আমার
শ্বাস থেকে যায়না। লাশের গন্ধের
মতো করেই, নিজের কাছে নিজেই
অযাচিত হয়ে উঠছি। এ জীবন আমার না;
এ জীবন আমার ভালো লাগেনা।
অন্তরাত্মা সপে দিয়ে ভালোবাসা যায়,
কিন্তু কারো অন্তরাত্মা আদায় করা
অসম্ভব। আমি ভালোবেসেছিলাম।
হাজার বছর আগে, কোনো এক
জলকণাকে। যে শুকিয়ে নি:শ্বেষিত
হয়ে গেছে, রোদ উঠার আগেই।
আমার দৃষ্টি ক্রমশই উদ্ভ্রান্ত হয়ে উঠে।
চোখ ফেলতে পারিনা নতুন কারো চোখে...
সোমবার, ডিওএইচএস
যন্ত্রণারা ক্রমশই বড় হতে থাকে।
হাতের তালুতে। তারপর শরীরময়
ছড়িয়ে পড়ে সীমাহীন জ্বালা নিয়ে।
আমি নিরীহ প্রেমিক মানুষ,
আমার ইশারায় মেঘ হয়না। আমার
ইংগিতে বৃষ্টিও ফিরে আসেনা। শরীরের
জ্বালা কমেনা তাই। কমতে পারেনা।
রানা প্লাজার লাশের গন্ধ আমার
শ্বাস থেকে যায়না। লাশের গন্ধের
মতো করেই, নিজের কাছে নিজেই
অযাচিত হয়ে উঠছি। এ জীবন আমার না;
এ জীবন আমার ভালো লাগেনা।
অন্তরাত্মা সপে দিয়ে ভালোবাসা যায়,
কিন্তু কারো অন্তরাত্মা আদায় করা
অসম্ভব। আমি ভালোবেসেছিলাম।
হাজার বছর আগে, কোনো এক
জলকণাকে। যে শুকিয়ে নি:শ্বেষিত
হয়ে গেছে, রোদ উঠার আগেই।
আমার দৃষ্টি ক্রমশই উদ্ভ্রান্ত হয়ে উঠে।
চোখ ফেলতে পারিনা নতুন কারো চোখে...
Comments
Post a Comment