৩ এপ্রিল ২০১৩
বুধবার সন্ধ্যার আগে,
ডিওএইচএস, মহাখালি
আমার বিষন্নতাও আরো গভীরতর
বিষন্নতায় ডুব দিলো। শেষ বসন্তে এসে
সবুজ পাতাদের আমার বড় হিংসে হয়।
আমি কেনো পারছিনা পাতাদের মতো
নতুন রকম সজিব হতে? আমি কেনো পারিনা
ফেলে আসা বিকেলগুলোকে ভুলে যেতে?
নোনা রোদ হারিয়ে গেছে; দিনে দিনে
ফুরিয়ে যাচ্ছে দিনগুলো। বুকের খুব গভীরে
গজিয়ে উঠা দু:খরাও বড় হয়ে উঠছে।
শরীরে ফাটছে কার যেনো অশরীরী অস্তিত্ব।
কোনো মায়ার বাধনেই তাকে বাধা যায়না।
বড় ইচ্ছে করে জানতে-
সে কোথায়, কেমন থাকে। কার নতুন হাতে
জমে উঠে তার নতুন ভালোবাসা?
সন্ধ্যার অন্ধকারে আমাকে বাড়ি ফিরতে হয়।
পায়ে জড়িয়ে যায় পা। আমার শুধু
তাকেই মনে পড়ে,
যে আর কখনোই ফিরবেনা।
বুধবার সন্ধ্যার আগে,
ডিওএইচএস, মহাখালি
আমার বিষন্নতাও আরো গভীরতর
বিষন্নতায় ডুব দিলো। শেষ বসন্তে এসে
সবুজ পাতাদের আমার বড় হিংসে হয়।
আমি কেনো পারছিনা পাতাদের মতো
নতুন রকম সজিব হতে? আমি কেনো পারিনা
ফেলে আসা বিকেলগুলোকে ভুলে যেতে?
নোনা রোদ হারিয়ে গেছে; দিনে দিনে
ফুরিয়ে যাচ্ছে দিনগুলো। বুকের খুব গভীরে
গজিয়ে উঠা দু:খরাও বড় হয়ে উঠছে।
শরীরে ফাটছে কার যেনো অশরীরী অস্তিত্ব।
কোনো মায়ার বাধনেই তাকে বাধা যায়না।
বড় ইচ্ছে করে জানতে-
সে কোথায়, কেমন থাকে। কার নতুন হাতে
জমে উঠে তার নতুন ভালোবাসা?
সন্ধ্যার অন্ধকারে আমাকে বাড়ি ফিরতে হয়।
পায়ে জড়িয়ে যায় পা। আমার শুধু
তাকেই মনে পড়ে,
যে আর কখনোই ফিরবেনা।
Comments
Post a Comment