৫ ই মে, ২০১৩
ডিওএইচএস, মহাখালি
এখানে রাতগুলো যান্ত্রিক। খটখটে
কংক্রিটের শব্দে ভরা। এখানে সকালগুলো
খসখসে- অমশ্রিণ। এখানে দুপুরেরা ক্লান্ত;
যতোটা কাজে, তার চেয়ে বেশি অকাজে।
এখানে সন্ধ্যেরা যানজটে বন্দি।
এখানে প্রেম জমে হুড তোলা রিকশায়।
এখানে প্রেম ভাঙে পানি কাটার মতো,
কোনো শব্দ হয়না- কোনো দাগও পড়েনা।
ফের জমে উঠে অবলিলায়।
এখানে ভালোবাসা বলে কিছু নেই।
শহুরে রাধিকার চুলের ঘ্রাণে মাতাল
হয় আধুনিক প্রেমিকের দল। তারপর
শুষে নেয়া শেষ হলে, ঝুলের পড়ে
নতুন চুলের বেণীতে! এখানে
ভালোবাসা মানে এই-ই!
এখানেও বৃষ্টি হয় যখন তখন।
এ বৃষ্টিতেও প্রেম থাকে। ফেলে আসা
দিন থাকে। আর থাকে রাতভর কান চেপে ধরে
ফুপানো কান্না...
ডিওএইচএস, মহাখালি
এখানে রাতগুলো যান্ত্রিক। খটখটে
কংক্রিটের শব্দে ভরা। এখানে সকালগুলো
খসখসে- অমশ্রিণ। এখানে দুপুরেরা ক্লান্ত;
যতোটা কাজে, তার চেয়ে বেশি অকাজে।
এখানে সন্ধ্যেরা যানজটে বন্দি।
এখানে প্রেম জমে হুড তোলা রিকশায়।
এখানে প্রেম ভাঙে পানি কাটার মতো,
কোনো শব্দ হয়না- কোনো দাগও পড়েনা।
ফের জমে উঠে অবলিলায়।
এখানে ভালোবাসা বলে কিছু নেই।
শহুরে রাধিকার চুলের ঘ্রাণে মাতাল
হয় আধুনিক প্রেমিকের দল। তারপর
শুষে নেয়া শেষ হলে, ঝুলের পড়ে
নতুন চুলের বেণীতে! এখানে
ভালোবাসা মানে এই-ই!
এখানেও বৃষ্টি হয় যখন তখন।
এ বৃষ্টিতেও প্রেম থাকে। ফেলে আসা
দিন থাকে। আর থাকে রাতভর কান চেপে ধরে
ফুপানো কান্না...
Comments
Post a Comment