সময়ের চেয়ে ভালো প্রহসন
আর কেউ জানেনা! যখন তোমাকে
ছাড়া আমার শ্বাস চলতো না,
তখনও সময়ের কাধেই আমার
ভর ছিলো। আর এখন যখন
তোমাকে ছাড়া আমার রাত ক্ষয় হয়,
আমার দিন বিলীন হয়;
তখনও আমি ভর দিয়ে চলি
সময়েরই কাধে! সময়ের যেনো
তাতে কিছুই যায়না। আসেওনা।
যতো স্মৃতি, আর যতো অতীতের
ক্ষত; সব কেবল দগদগে হয়ে থাকে
নিরীহ হৃদয়ের গায়ে। যা দেখে
কেউ, বুঝেনা সে-ও।
Comments
Post a Comment