মূর্খ

৬ ই মে, ২০১৩
ডিওএইচএস।

বন্ধু তুমি আমায় চিনোনি কখনো। পড়ে দেখোনি
আমার রক্তমাখা ইতিহাস। তুমি জানোনা কিছুই।
তারপরও তুমি উল্লাস করেছো আমার লাশের
বুকে পা রেখে। না জেনে না বুঝে
আমাকে তুলে ধরেছো হাসির পাত্র করে।

সারারাত ভরে খুন করে গেছো
আমার ভাইকে, আমার বাবাকে। আর উল্লাস
করেছো আমার লাশের বুকে পা রেখে।
আমাদের দাবী পূরণের ক্ষমতা ছিলো তোমার,
তুমি বারবার আমাদের দিয়েছো মিথ্যে আশ্বাস।
তারপর বিশ্বাস ভঙ্গের যন্ত্রণায়
আমরা যখন প্রতিবাদী অথচ শান্ত; তখনই
তুমি নিরস্ত্র আমাদের মেরেছো পৈশাচিক
বর্বরতায়।

আমরা আধুনিকতার নোংরা স্রোতে গা ভাসাতে
পারিনা। তাই বলে আমরা কোনোভাবেই তোমাদের
চেয়ে কিছু কম জানিনা। বরং বহু ক্ষেত্রে তুমি
আমাদের সামনে নিতান্তই মূর্খ।

Comments