হারানো গেলোনা

৬ ই জুন ২০১৩,
ডিওএইচএস, মহাখালি।


নিজের বলে দাবী করতে মানা;
তাই তোমাকে দাবি করিনা।
একবার ভেবে দেখো, কী ভীষণ
সুবোধ হয়ে গেছি! একবার
চেয়ে দেখো, তোমায় ছাড়াও
আমার দম দিব্যি প্রবাহমান থাকে।
তুমি ছাড়াও আমার হলুদের
বাগান সোনা রঙে ঝলমল করে।

আমি ছাড়া তুমিও ভালো থাকো
জানি, ঘাসফুলেরা ভালোই থাকে।
কতো রঙিন ফড়িং তাদের নিয়মিত
খদ্দের। আমি সামলে নিয়েছি
ফড়িং হওয়ার লোভ; তোমার
ভালো থাকায় অবদান রাখতে
পারিনা তাই।

অন্ধকারেরা বিলুপ্তপ্রায়। শহুরে
রঙিন আলোয় হাওয়া হয়ে গেছে
তারা। তবু ধ্বংসাবশেষ কিছু রয়ে
গেছে তোমার ফর্সা শরীরের
তিলক হয়ে। কিছু ধ্বংসাবশেষ
রয়ে গেছে তোমার পায়ের ছায়ায়,
ইটের খোয়ায় জড়িয়ে।

কতো কিছু হারালাম জীবনে; প্রেম-
ভালোবাসা-কামনা। কিন্তু তোমাকে
আমার হারানো হলোনা। হলুদের বাগান,
ফড়িং হওয়ার ইচ্ছা, অন্ধকার আর তোমার
তিলকেরা হারাতে দিলোনা
তোমাকে....

Comments