আগুন

২২ জুলাই,
পান্থপথ, ঢাকা।

আজকাল নখ বড় হয়ে
যায়। আমার তাতে খোঁজই
থাকেনা। আমার হাতের কব্জিতে
সূতো উঠে গেছে,
অকারণে বৃষ্টি হয়না আর।

সকালের অকালে আবছা দৃশ্যাবলীতে
চোখ আটকে যায়। নিজের হাতটাও
দেখতে পারিনা আমি, অহেতুক
যন্ত্রণাবোধে নিঃশ্বাসে ক্যাকটাস জমে...
নিঃশ্বাসে ক্যাকটাস জমে আমার।

তুমি নতুন প্রেমিক খুঁজে
বেড়াও। সে খবর আমাকে দাও
কেনো? আমি তো
বলিনি তুমি পোড়াতে পারোনা!
তুমিই বরং পৃথিবীর সবচেয়ে
শক্তিধর আগুন।
ভস্ম করে দাও অস্পৃশ্য জায়গাও!

Comments