কেমন থাকে মেঘনা পাড়

লেখা হয়েছে পহেলা জুন, ২০১৩

এই মেঘলা আকাশ দিনে
কেমন থাকে মেঘনা পাড়ের শহর,
আমার বড় জানতে ইচ্ছে করে
সকাল বিকেল অষ্ট প্রহর।
কেমন থাকে জাহাজ ঘেরা
অচেনা সব পাখি,
জানতে চাওয়ার ইচ্ছেগুলো কেমন!
কোনখানে যে রাখি...
কেমন করে যায় কেটে তার রাত
কেমন করে ঠোটে নামে ভোর,
আমার শুধু জানতে ইচ্ছে করে
কেমন থাকে মেঘনা-ঘেরা শহর।
কেমন থাকে চিলেকোঠার
জানলা একাকি,
জানতে চাওয়ার ইচ্ছেগুলো কেমন!
কোনখানে যে রাখি...

কেমন থাকে খেলনা বিকেল সব
কেমন থাকে শুক্র শনি বার,
কেমন থাকে বিশাল বড়
স্টেশনের শান বাধানো পাড়।
সেই শহরে মেঘ বৃষ্টি কেমন
কেমন থাকে সন্ধ্যে জোনাকি,
জানতে চাওয়ার ইচ্ছেগুলো কেমন!
কোনখানে যে রাখি...

Comments