শ্বাসের রেণু

কুয়াশায় তোমার শ্বাসের রেণু,
অনায়াসে ঢুকে পড়ে আমার
ফুসফুসে। দিনভর তা প্রকাণ্ড হয়,
শরীরজুড়ে। তারপর সারারাতের
শ্বাসকষ্ট, শুধু তোমার নামে।
অস্তিত্বের তুমি চলে গেছো দূরে,
কিন্তু অনুভূতির তুমি ছড়িয়ে
আছো আমার শহরময়...
ইট-পাথর আর রড-কাঠের
এই কংক্রিট নগরে ছায়া চেনা
মুশকিল। জ্বরের ঘোরে চুমু খেতে
অভ্যস্ত তুমি। ঠোঁটের পাহাড়ায়
জমাট শীত। শীতের সারা
শরীরের তোমার শ্বাসের রেণু...

Comments