পিঁপড়া

পিঁপড়ার ওড়াউড়ি দেখি; দেখি
পিঁপড়ার স্বচ্ছ ডানা। পিঁপড়া ওড়ে,
অস্পৃশ্য জায়গায় গিয়ে কামড় দেয়।
আমি দাঁতে দাঁত চেপে ধরে সহ্য করি,
পিঁপড়ার পাখা গজায় মরার জন্য;

মনে মনে এই বাক্যটা স্মরণ করি।
পিঁপড়া উড়তে চাইলে, উড়তে-
দেওয়া উচিত। পিঁপড়া কামড়ালে
সহ্য করা উচিত। পিঁপড়া বড় হলে,
বড় হওয়ার সুযোগ দেওয়া উচিত;
পিঁপড়ার পাখা গজায় মরার জন্য।
সব বড়, দাঁতাল আর প্রকাণ্ড পিঁপড়াদের
জন্য করুণা, মরতে হবে- দ্রুতই...

Comments