খোঁজ নেই

পান্থপথ, ঢাকা

জীবনের খোঁজ নেই। খোঁজ নেই
চেনা অনুভূতিদের। কতোদিন গেলো,
প্রাণ ভরে শ্বাস নেই না। কতো হাজার
রাত আলোকোজ্জল হয়ে নি:শ্বেষ
হলো, ফিরে তাকালো না কেউ। একবার;
ভালোবাসার দৃষ্টি দেখি না, দেখি না।

পথ থেকে পথে পায়ের চিহ্ন
ছড়িয়ে গেছো তুমি। তোমার পা আমি চিনি,
কিন্তু পায়ের ছাপ চিনি না। তাই খুঁজে
পাইনি। খোঁজ নেই তোমার। তোমার পায়ের
ছাপের। তোমার সোনা আঙুল মনে পড়ছে।

শীত আসি আসি করছে,
শরীরে জমে যেতে শুরু করেছে
যাপিত জীবনের শীতলতা। আর কতোবার
বলবো, ঠিক কতোবার বললে তুমি বুঝবে,
শীতের এমন আগমনী দিনে
তোমার কথা মনে পড়ছে। তোমার খোঁজ নেই...

Comments