বৃষ্টি সারাবেলা

লেখা হয়েছে ২০১১ সালের বর্ষায়।

এই গানটির সুরকার কম্পোজার ও শিল্পী দেওয়ান সাইফুর রহমান ভাই।

জলের ছোঁয়ায় ঘুম ভেঙ্গে যায়
স্বপ্ন ভিজে খুব,
বাধ ডিঙ্গিয়ে আবেগ গড়ায়
ভাবনা থাকে চুপ
দূরে সরে থাকো তুমি
খেলো জটিল খেলা,
তোমার নদে ভেসে ভেসে
হারায় মনের ভেলা-
আজ  যে আমার বৃষ্টি সারাবেলা...

আকাশ হারায় মেঘের ভিতর
মেঘ হারায় উড়ে,
আকাশ বাতাস যায় গুলিয়ে
তোমায় মনে পড়ে
দূরে সরে থাকো কেনো-
কী যে কঠিন জ্বালা,
তোমার জন্য জল এনেছি
এইযে জলের মেলা-

আজ যে আমার বৃষ্টি সারাবেলা

কতো ভাবে ডেকে ডেকে
কাঁদলাম কতো বার,
একটি বারও তোমার কাছে
পেলাম না তো ছাড়।
বদলে যাওয়া অন্য তুমি
করলে শুধু হেলা,
তাই হারালাম জলের ভেতর
এই যে জলের মেলা-


আজ যে আমার বৃষ্টি সারাবেলা...

শুনতে ক্লিক করুন।

Comments