আগুন শাহবাগ

লেখা হয়েছে গত ১৪ ফেব্রুয়ারি ২০১৩

গত শুক্রবারে শাহবাগ ছিলাম। সারাদিন মিছিলে শ্লোগানে ডুবে ছিলাম। তখনই লিরিকটার দুই একটা লাইন মাথায় চলে আসে। তারপরের দিন শনিবার লেখে ফেলি পুরো গানটা। একটা পোষ্টও করি সামহ্যোয়ারে। দুই তিন দিন কয়েকজন সূরকার ও শিল্পীর কাছে ধরনা দেয়ার পর বুঝতে পারি, এই লিরিকটাও লিরিক হয়েই পড়ে থাকবে। কিন্তু না... লিরিকটা গান প্রজাপতি হয়ে উড়াল দিলো। বনি ভাই গানটা করে ফেললেন অবিশ্বাস্য দ্রত গতিতে।

বনি ভাইয়ার অন্যরকম কন্ঠে গানটা সত্যিই অসাধারণ হয়ে উঠেছে। শুনতে পারেন সবাই। আমন্ত্রণ রইলো।


আগুন আমার শিরায় শিরায়
আগুন আমার হাতে,
আগুন আছে হলুদ হয়ে
শাহাবাগের পথে।
লক্ষ্য হাতের আগুন যতো
জড়ো করে শেষে,
ছড়িয়ে দিলাম এক শ্লোগানে
সারা বাংলাদেশে।

জ্বলো জ্বলো আজকে সবাই আগুন হয়ে জ্বলো,
আগুন হওয়ার শপথ নিয়ে শাহাবাগে চলো।

এই ফাগুনের লাল ফুলেরা
জ্বলবে আগুন হয়ে,
শিউলি বকুল বারুদ হবে
কোটি প্রাণের জয়ে।
রাজাকারের চোখের কোটর
ভরবো কেরোসিনে,
পুড়িয়ে ফেলে জয় ছিনবো
সেই সে শ্লোগানে।

জ্বলো জ্বলো আজকে সবাই আগুন হয়ে জ্বলো,
আগুন হওয়ার শপথ নিয়ে শাহাবাগে চলো।

ডাউনলোড করতে পারবেন এখান থেকে।

Comments