আমি ঘর পালানো পাখি

ঘর পালানো পাখিদের বেঁচে থাকাই সুখ,
আলাদা করে সুখ-সন্ধানে যাওয়ার কিছু
নেই; ঘর বলে আলাদা কিছু খোঁজার
তাড়া নেই, বেঁচে থাকাই সুখ। সুখ মানে
কিছুই না; শুধু কিছু অপলক দৃষ্টি,
ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকা...

 স্মৃতিতে নরম আলোর ঘর, কাঠের
চেয়ারের দিকে তোমার বিব্রত চোখ।
আমি কখনো ফিরতে চাইনি এখানে;
অনন্ত সময় ডুবতে চেয়েছি তোমার
বাহুতে, তরল হয়ে ছড়িয়ে পড়তে
চেয়েছি; তোমার ভাঁজে ভাঁজে।

পূরণ হয়েছে কেবল একা থাকার আশা,
যখন তুমি উড়ে গেছো- ডানার সবটুকু
শক্তি দিয়ে। এখন আমি ঘর পালানো
পাখি, আমার ডানায় জং ধরা অতীত,
আমার চঞ্চুতে তোমার লালা, চিকচিক
করে উঠে রোদ ছোঁয়ায়...

Comments