বিষাদের একটাই রঙ

:: জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের প্রেসবক্সে বসে লেখা।

পৃথিবীজুড়ে বিষাদের একটাই রঙ।
সাভার থেকে পান্থপথ,
সায়েদাবাদ, তিতুমীর কলেজ
কিংবা হোটেল জাকারিয়া;
সব জায়গায়ই কেবল ধূসর শূন্যতা।
বিষাদের একটাই রঙ।

বিষাদ ছড়িয়ে পড়েছে
রাজারবাগ থেকে অলঙ্কার মোড়
পর্যন্ত। বিষাদ বিস্তৃত হয়েছে
হালিশহর থেকে পতেঙ্গা সৈকতেও।
বিষাদ ঘর বেধেছে
জহুর আহমেদ চৌধুরীর দীর্ঘ
প্রেসবক্সে। বিষাদের ধূসর
আলো বেরুচ্ছে ফ্লাড লাইটের
ঝলকানির আড়ালে।

কতো দূরে তুমি চলে গেছো,
আমি কিছুই জানি না। অচেনা
শহরের অচেনা পথ-ঘাটে
সবার আগে চোখে ভাসো তুমি।
হুইসেল বাজিয়ে আসা প্রকাণ্ড
মালবাহী গাড়ি আমার চোখে
পড়ে না। বিষাদের রঙে
ঢাকা থাকে পুরো পৃথিবী।
বিষাদের একটাই রঙ;
ধূসর শূন্যতা।

Comments