আজ ১২ তারিখ

:: হোটেল ওশান ভিউ, অলঙ্কার মোড়, চট্টগ্রাম।

আজ ১২ তারিখ, তোমার জন্ম তারিখ।
কতো বছর কতো মাস বয়সে পা
ফেললে? হিসেব আছে? নাকি ভুলে
গেছো!

কতো হাজার বছর হয়ে গেলো
তোমাকে দেখি না, নতুন ফাগুন
আসবে কাল থেকে, তুমিহীন
নিষ্ঠুর শূন্যতায় বেঁচে থাকবো
আমি। বেঁচে থাকার সংজ্ঞা
জানতে ইচ্ছে করে খুব...

জীবনের পানসে স্বাদে
অতিষ্ট হয়ে গেছি। আর ভালো
লাগে না। মন খারাপের নিরীহ
কথায় মন গলে না কারো।
তোমায় মনে পড়ছে খুব,
বাকি জীবন কেবল তোমাকে
মনে পড়াই কাজ...

Comments