গুলশান, ঢাকা।
চলো না আর মাত্র একবার,
একটাবার আমরা এক সাথে বসি।
পৃথিবীর তাবত ঝামেলা
চুকিয়ে-বুকিয়ে দিয়ে
চলো না একটাবার সারাটা রাত
পাশাপাশি থাকি।
আমি সহজ করেই কথা বলতে অভ্যস্ত,
এর চেয়ে মমতা নিয়ে, এর চেয়ে
বেশি আবেদন নিয়ে
তোমাকে ডাকতে পারবো না।
তাই এই সাধারণ আহ্বানই
তোমাকে ডাকার মাধ্যম বানালাম।
চলো না একটাবার পুরোনো
একটা দিনকে ঘরে নিয়ে আসি।
চলো না প্রিয়তম,
একবার মাত্র একটাবার
পরস্পরকে বুকে জড়িয়ে ধরি।
তারপর কানের কাছে মুখ নিয়ে
ফিসফিস করে বলি-
জান, ভালোবাসি তোমায়...
চলো না আর মাত্র একবার,
একটাবার আমরা এক সাথে বসি।
পৃথিবীর তাবত ঝামেলা
চুকিয়ে-বুকিয়ে দিয়ে
চলো না একটাবার সারাটা রাত
পাশাপাশি থাকি।
আমি সহজ করেই কথা বলতে অভ্যস্ত,
এর চেয়ে মমতা নিয়ে, এর চেয়ে
বেশি আবেদন নিয়ে
তোমাকে ডাকতে পারবো না।
তাই এই সাধারণ আহ্বানই
তোমাকে ডাকার মাধ্যম বানালাম।
চলো না একটাবার পুরোনো
একটা দিনকে ঘরে নিয়ে আসি।
চলো না প্রিয়তম,
একবার মাত্র একটাবার
পরস্পরকে বুকে জড়িয়ে ধরি।
তারপর কানের কাছে মুখ নিয়ে
ফিসফিস করে বলি-
জান, ভালোবাসি তোমায়...
Comments
Post a Comment