গুলশান, ঢাকা।
শহরের ঝকমকে গায়ে শ্যাওলা জমেছে,
সেই কবে ডুবে গেছে রোদ। মানুষের মতো
দেখতে, বোধহীন প্রাণীগুলো ভুলেছে
হৃদ্যতা। এই শহর প্রেমিকার চিবুকের মতো।
শ্যাওলা জমা চিবুকে পা পিছলে যায়,
প্রতিদিন তিনবার করে। বোধহীন প্রাণীরা
গলা ফাটিয়ে হাসে। হাসতে থাকে রোদ।
সেই কবে ডুবে যাওয়া রোদ ফিরে না।
তবু প্রতিদিন আমাদের আকাশ ঝলমল
করে, আশা বুনতে পারি বলে, আশাগুলো
রোদ হয়ে যায়। জমাট অন্ধকারে পথ
দেখায়; তোমরা থামো, পথের মোড়ে
আমি দাঁড়াই, তারপর এসো সবাই।
এক সাথে জোসনা কুড়াবো, সারা গায়ে
মেখে নিবো বাঁচতে না চাওয়ার ইচ্ছেগুলো...
শহরের ঝকমকে গায়ে শ্যাওলা জমেছে,
সেই কবে ডুবে গেছে রোদ। মানুষের মতো
দেখতে, বোধহীন প্রাণীগুলো ভুলেছে
হৃদ্যতা। এই শহর প্রেমিকার চিবুকের মতো।
শ্যাওলা জমা চিবুকে পা পিছলে যায়,
প্রতিদিন তিনবার করে। বোধহীন প্রাণীরা
গলা ফাটিয়ে হাসে। হাসতে থাকে রোদ।
সেই কবে ডুবে যাওয়া রোদ ফিরে না।
তবু প্রতিদিন আমাদের আকাশ ঝলমল
করে, আশা বুনতে পারি বলে, আশাগুলো
রোদ হয়ে যায়। জমাট অন্ধকারে পথ
দেখায়; তোমরা থামো, পথের মোড়ে
আমি দাঁড়াই, তারপর এসো সবাই।
এক সাথে জোসনা কুড়াবো, সারা গায়ে
মেখে নিবো বাঁচতে না চাওয়ার ইচ্ছেগুলো...
শেষ তুই শেষ।
ReplyDeleteকেনো ভাই :(
Delete