গুলশান, ঢাকা।
চলো সিঁড়ি বেয়ে তিন তলায় উঠি।
চলো আরো একবার
সমান্তরাল হই আমরা। অনেক তো
দিন গেলো। ফুরোলো কতো
কান্নার নির্ঘুম রাত।
এবার চলো,
সিঁড়ি বেয়ে তিন তলায় উঠি।
চলো আরো একবার
সমান্তরাল হই আমরা।
বিশ্বাস করো তোমার মুখের সামনে
নাক বাড়িয়ে অপেক্ষা করবো না,
কখন তুমি শ্বাস ছাড়বে, কখন
বুক ভরে তোমার শ্বাসের ঘ্রাণ নিবো।
একবার বিশ্বাস করে চলো,
তিন তলার বারান্দায় যাই।
চলে সিঁড়ি বেয়ে সমান্তরাল হই,
তুমি তোমার শহরে,
আমি আমার। তিন তলা তো এক,
চলো বারান্দাই গিয়ে সমান্তরাল
হই। অনেক রাত তো গেলো।
ফুরোলো একাকিত্বের বিকেল।
এবার চলো একটাবার ফের
আমরা সমান্তরাল হই। একটাবার
আবার চোখে চোখ রেখে
একটু সময় কাটাই। চলো না,
একটাবার আবার সমান্তরাল হই...
চলো সিঁড়ি বেয়ে তিন তলায় উঠি।
চলো আরো একবার
সমান্তরাল হই আমরা। অনেক তো
দিন গেলো। ফুরোলো কতো
কান্নার নির্ঘুম রাত।
এবার চলো,
সিঁড়ি বেয়ে তিন তলায় উঠি।
চলো আরো একবার
সমান্তরাল হই আমরা।
বিশ্বাস করো তোমার মুখের সামনে
নাক বাড়িয়ে অপেক্ষা করবো না,
কখন তুমি শ্বাস ছাড়বে, কখন
বুক ভরে তোমার শ্বাসের ঘ্রাণ নিবো।
একবার বিশ্বাস করে চলো,
তিন তলার বারান্দায় যাই।
চলে সিঁড়ি বেয়ে সমান্তরাল হই,
তুমি তোমার শহরে,
আমি আমার। তিন তলা তো এক,
চলো বারান্দাই গিয়ে সমান্তরাল
হই। অনেক রাত তো গেলো।
ফুরোলো একাকিত্বের বিকেল।
এবার চলো একটাবার ফের
আমরা সমান্তরাল হই। একটাবার
আবার চোখে চোখ রেখে
একটু সময় কাটাই। চলো না,
একটাবার আবার সমান্তরাল হই...
Comments
Post a Comment