পান্থপথ, ঢাকা
কিসের আশায় কার অপেক্ষায় থাকি,
সে তো আসবে না, আসবে নাকি?
এ আমার মতিভ্রম, নাকি চিন্তার বিচ্যুতি;
জীবনের লতায়-পাতায় শুধু ভুল আর ত্রুটি।
হাত পেতে বসে আছি, কার কাছে?
প্রতিদিন যে এই যাই বলে এই আসে!
কথা ছিলো, দিনগুলো সব যাবে স্বপ্ন ছুঁতে,
হলো না কিছুই, শুধু বসে থাকা হাত পেতে।
উপকারের নামে কার করে দিলাম ক্ষতি
এ আমার মতিভ্রম, নাকি চিন্তার বিচ্যুতি?
কিসের আশায় কার অপেক্ষায় থাকি,
সে তো আসবে না, আসবে নাকি?
এ আমার মতিভ্রম, নাকি চিন্তার বিচ্যুতি;
জীবনের লতায়-পাতায় শুধু ভুল আর ত্রুটি।
হাত পেতে বসে আছি, কার কাছে?
প্রতিদিন যে এই যাই বলে এই আসে!
কথা ছিলো, দিনগুলো সব যাবে স্বপ্ন ছুঁতে,
হলো না কিছুই, শুধু বসে থাকা হাত পেতে।
উপকারের নামে কার করে দিলাম ক্ষতি
এ আমার মতিভ্রম, নাকি চিন্তার বিচ্যুতি?
Comments
Post a Comment