শীত কম্পমান কবিতার ঋতু

গুলশান, ঢাকা


শীত হলো কবিতার ঋতু।
বসন্ত প্রেমিকদের।
কোনো প্রেমিক কবি হলে;
শীত ও বসন্ত কেবল তারই জন্য।
আমি কবি নই, প্রেমও বুঝি না।
তারপরও কবিতা ঘুরে
আমার অক্ষম ইচ্ছেজুড়ে।
শীত এলে বসন্তের পদধ্বনি শুনি,
আর ক্রমেই অবস হয়ে পড়ি।

হেমন্তের শেষ দিনগুলো
হামাগুড়ি দিয়ে ফিরে যাচ্ছে।
পায়ের ছাপে ফেলে যাচ্ছে জায়গা,
হাড় কাঁপানো শীতের জন্য।
শীত এসে হাড় কাঁপাবে,
পরকিয়ার শহরে কাঁপিয়ে যাবে
পুরুষের মন। সে পুরুষ প্রেমিক হোক
বা স্বামীই হোক। শীত এলে
পুরুষ কাঁপে, শীতে কাঁপে,
বউ বা প্রেমিকার ছোঁয়ায় কাঁপে;
শীত এলে পুরুষ কাঁপে পুরোনো
কাঁপাকাঁপির স্মৃতিতে। শীত মানেই
অনবরত কেঁপে চলা, শীত মানে
কম্পমান কবিতার ঋতু...

Comments