আমি হেরে যাওয়াদের দলে

বিকেলের মানে এখন বিষন্নতা
বিকেলের মুখ কালো, অশ্রুসজল,
কেনো শেখাওনি ভুলে যাওয়াটা
দু'কানের চারপাশে ব্যথার গজল।

কুড়াতে যাবো, ফেলে আসা দিন
একবার আবার, আমাকে পথ দেখাও,
আর কতো শুনবো ক্লান্তির ভায়োলিন,
এ শহর ছেড়ে চলে যাওয়া শেখাও।

এখানে বিষাদ নামে বিকেলের রঙে
এখানে সন্ধ্যা, বন্ধুর প্রেমিকার মতো,
এখানে কাঁচের গুঁড়োর মতো মন ভাঙে
এখানে আমি আমাকেই চিনি না তো।

এ শহরে আমি হেরে যাওয়াদের দলে
এ শহরে আমি জিতবো না কোনোকালে...

Comments