৩ মার্চ, ২০১৫, গুলশান, ঢাকা
ইচ্ছে হলেই ছুরি তুলে নাও, কাটো,
যখন তখন গলা ছাড়ো আল্লাহু আকবারে;
আল্লাহ- রাসূল এই অনুমতি দেন না তো
বলেন না তো, খুন করো যারে তারে।
বিবাদ সৃষ্টি করা, হত্যার চেয়ে বড়;
খোলাখুলি বলে গেছেন রাসূল তোমাকে।
মুসলমান দাবি করে, কোনটা তুমি করো
বিচার করার কন্টাক্টরি তোমায় দিলো কে?
কেউ করলো অপমান, কেউ দিলো গালি,
তাতেই তুমি শুরু করলে নিষিদ্ধ রাহাজানি!
কলম তুলে নাও, খরচ করো কালি,
গালির জবাবে প্রচার করো বন্ধুত্বের বাণী।
তোমার নামটা আমার মতো, চেহারাটাও তাই,
তবে কেনো আমার মতো, ভাবতে পারো না ভাই?
ইচ্ছে হলেই ছুরি তুলে নাও, কাটো,
যখন তখন গলা ছাড়ো আল্লাহু আকবারে;
আল্লাহ- রাসূল এই অনুমতি দেন না তো
বলেন না তো, খুন করো যারে তারে।
বিবাদ সৃষ্টি করা, হত্যার চেয়ে বড়;
খোলাখুলি বলে গেছেন রাসূল তোমাকে।
মুসলমান দাবি করে, কোনটা তুমি করো
বিচার করার কন্টাক্টরি তোমায় দিলো কে?
কেউ করলো অপমান, কেউ দিলো গালি,
তাতেই তুমি শুরু করলে নিষিদ্ধ রাহাজানি!
কলম তুলে নাও, খরচ করো কালি,
গালির জবাবে প্রচার করো বন্ধুত্বের বাণী।
তোমার নামটা আমার মতো, চেহারাটাও তাই,
তবে কেনো আমার মতো, ভাবতে পারো না ভাই?
Comments
Post a Comment