হাত পেতে বসে আছি

গুলশান, ঢাকা।

পৃথিবীটা গোল বলেই আমি আশা করি;
প্রত্যাশার চাদর গায়ে জড়িয়ে হাত মেলে বসে থাকি।
স্বপ্ন আঁকি একদিন আবার, একদিন ঠিক নতুন করে
তোমার সামনে পড়বো।
তোমাকে ছুঁয়ে দেখার সুযোগ
না আসুক, চোখদুটো অন্তত শীতল হোক;
তোমার দেখা পেয়ে... পৃথিবীটা গোল বলেই;
ঘুরতে ঘুরতে আমরা পরস্পরের সামনে এসে পড়বো,
পৃথিবীটা গোল বলেই একটু কম ভয় নিয়ে স্বপ্ন দেখি...

Comments