বৃষ্টিজনিত ব্যাপার স্যাপার ৩

সে দিন এমন নোনতা নরম রাত
মাথার উপর বিরামহীন বৃষ্টি ঝিরিঝির,
মুঠোর ভিতর ছিলো তোমার হাত
চোখের জলে টলমল চারটা চোখের তির।

ছিয়াত্তুর হাজার মাইল পেরিয়ে এক খাবারে
আমায় প্রথম দেখতে এসে ছিলে,
তারপর তুমি অনেক দিন আর ফিরোনি ঘরে
আমার সাথে ডুবে ছিলে বৃষ্টি তুমুল জলে।

একটা পলক ফেলে চোখ খুলবার আগে
কোথায় যেনো হারিয়ে গেলো তিন দশক মাস,
হঠাৎ তুমি অচিন হলে অযাচিত রাগে
আমার চোখের সীমাজুড়ে জলের চাষাবাস।

আজকে আবার তেমন রাতে বৃষ্টি নেমে এলো
মুঠোর ভিতর হাত না রেখে কেমন আছো বলো...?

Comments